Blog News

দিনাজপুর দর্শনীয় স্থান info

আপনাকে ” দিনাজপুর দর্শনীয় স্থান ” অ্যাপে স্বাগতম ।

রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুর জেলাটি আবহমান কাল ধরে ধারণ করে আছে উত্তরবঙ্গের ইতিহাস ও সংস্কৃতি। রাজধানী থেকে ৪১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত সদর উপজেলার প্রধান নদী পুনর্ভবা। এই জেলার পূর্বে রংপুর ও নীলফামারী, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় এবং দক্ষিণে রয়েছে জয়পুরহাট ও গাইবান্ধা জেলা। ১৭৮৬ সালে প্রতিষ্ঠিত দিনাজপুর শহর ভ্রমণ মানে শুধুই একটি অঞ্চলের ভৌগোলিক অবস্থান জানা নয়, অঞ্চলটির অতীতের সঙ্গে এক সেতুবন্ধনও বটে। এর প্রতিটি ইট আর দেয়ালের রঙ সরবে জানান দেয় ঐতিহাসিক ঘটনাগুলোর কথা। পাশাপাশি পরিচয় করিয়ে দেয় শহরবাসীর পূর্বসূরীদের। দিনাজপুর দর্শনীয় স্থান অ্যাপে থাকছে দিনাজপুর জেলার দর্শনীয় স্থানগুলো। যেমন, রামসাগর দিঘি, কান্তজির মন্দির, নয়াবাদ মসজিদ, নবাবগঞ্জ জাতীয় উদ্যান, দিনাজপুর রাজবাড়ী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *