Blog News

ফরিদপুর পর্যটন স্থান info

আপনাকে ” ফরিদপুর পর্যটন স্থান” অ্যাপে স্বাগতম ।

ফরিদপুর ঢাকা বিভাগের একটি জেলা। এটি দেশের দক্ষিণ-মধ্য অংশে অবস্থিত। প্রত্যেকটি জেলায় কিছু দর্শনীয় স্থান থাকে। ফারিদপুর জেলাতেও রয়েছে কিছু দর্শনীয় স্থান । যেমন,ফরিদপুর জেলা সদর থেকে ২৩ কিলোমিটার দূরে বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে সুলতানী আমলের নয় গম্বুজ বিশিষ্ট সাতৈর মসজিদ (Satoir Mosque) অবস্থিত,ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত মথুরাপুর দেউল (Mathurapur Deul) একটি ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনা।মথুরাপুর দেউল বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অবস্থিত একটি দেউল বা মঠ, ফরিদপুর জেলা শাসনকারী জমিদারদের আছে এক সমৃদ্ধ ইতিহাস। কানাইপুরের শিকদার বংশ তেমনি ফরিদপুরের বিখ্যাত জমিদারদের মধ্যে অন্যতম,ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক (Faridpur Poura Sheikh Rasel Shishu Park) ফরিদপুর বাসীর নির্মল বিনোদন কেন্দ্র ও আকর্ষনীয় স্থান, পাতরাইল মসজিদ বা মজলিশ আউলিয়া মসজিদ বাংলাদেশের ফরিদপুর জেলার পাতরাইলে অবস্থিত একটি প্রাচীন মসজিদ ইত্যাদি ফারিদপুরের এই দর্শনীয় স্থান গুলোর বর্ণনা এই অ্যাপে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *