Blog News

বাংলা উচ্চারন ও অর্থসহ মোনাজাত info

এই মোনাজাতগুলো প্রতিদিন পাঠ করা সকলের আবশ্যক।।দোয়াগুলো খুব ছোট !!! মুখস্ত করা অত্যন্ত সহজ।

ফরজ নামাজের পরে বিভিন্ন জিকির ও দোয়া-দরুদ পাঠ করা মোস্তাহাব। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এটা। তবে মোনাজাতে যা বলি বা যা বলতে শুনি তার বাংলা অর্থ জানা থাকলে দোয়া চাইতেও অন্যরকম লাগে…দোয়া বা মোনাজাতের পূর্বে দরুদে ইব্রাহিম পড়া উত্তম।

এক হাদীসে বর্নিত আছে, আল্লাহতায়ালার পক্ষ থেকে একজন ফেরেশতা নির্ধারিত আছেন যখন কোন ব্যাক্তি ৩ বার “ ইয়া আর হামার রাহেমিন ” ( হে সকল দয়াশীলদের চেয়ে বড় দয়াশীল) তখন উক্ত ফেরেশতা ঐ ব্যাক্তিকে বলেন, নিশ্চয়ই সবচেয়ে বড় দয়াশীল তোমার প্রতি মনযোগী আছেন, এখন তুমি যা ইচ্ছা তাই চাও(তোমার দোয়া নিশ্চয়ই কবুল হবে) তাই আমাদের অ্যাপটিতে মোনাজাত ও রব্বানা দোয়াগুলো ,বাংলা উচ্চারন এবং অর্থ সহ সুন্দর আকারে সাজিয়েছি । আসাকরি অ্যাপটি আপনার কাজে আসবে।

আশাকরি আপনাদের আমাদের এই অ্যাপটি ভালো লাগবে।

আপনারা আমাদেরকে ৫ স্টার দিয়ে অনুপ্রানিত করবেন।

আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *