Blog News

শরীয়তপুর পর্যটন স্থান info

আপনাকে ” শরীয়তপুর পর্যটন স্থান” অ্যাপে স্বাগতম ।

শরীয়তপুরের নামকরণ হয় প্রখ্যাত নেতা হাজী শরীয়ত উল্লাহ’র নাম অনুসারে। তিনি ছিলেন ফরায়েজী আন্দোলনের আহবায়ক এবং পরিচালক। ব্রিটিশ শাসনামলে তিনি একজন ইসলাম ধর্ম সংস্কারক ছিলেন। শরীয়তপুর রয়েছে এক সমৃদ্ধ অতীত।কালের যাত্রায় ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলা সমৃদ্ধ হয়েছে পর্যটন শিল্পে।শরীয়তপুরে ভ্রমণ বা পর্যটনের জন্য বেশকিছু আকর্ষণীয় স্থান রয়েছে।শরীয়তপুরের একটি প্রাচীন মন্দির ও বাংলাদেশের অন্যতম একটি সুরক্ষিত পুরাকীর্তি হল মনসা মন্দির বা ধানুকা মনসা মন্দির। শরীয়তপুর সদর থানার ধানুকা নামক স্থানে এটি অবস্থিত।রুদ্রকর মঠ

শরীয়তপুর জেলার অত্যন্ত সুন্দর একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল রুদ্রকর মঠ। পূর্বের ধারণা অনুযায়ী, নবাব আলীবর্দী খানের আমলে ১৩০৫ থেকে ১৩১৫ বাংলা সালের মধ্যবর্তী সময়ে শরীয়তপুরের তৎকালীন জমিদার বাবু গুরুচরণ চক্রবর্তী এই মঠটি গড়ে তোলেন।শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় বুড়ির হাট জামে মসজিদঐতিহাসিক মসজিদটি অবস্থিত। এই মসজিদটির নির্মাণ হয় প্রায় ১০০ বছর আগে। শরীয়তপুরের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে বুড়ির হাট জামে মসজিদটি অন্যতম। এই অ্যাপে শারিয়াতপুরের উক্ত দর্শনীয় স্থান গুলো সম্পর্কে বর্ণনা করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *