Blog News

শেরপুর পর্যটন স্থান info

আপনাকে ” শেরপুর পর্যটন স্থান” অ্যাপে স্বাগতম ।

শেরপুর, ভারতের মেঘালয়ের কোল ঘেষা ময়মনসিংহ বিভাগের একটি জেলা। পূর্বে জেলাটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। জেলাটি ছোট হলেও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত এ অঞ্চলে রয়েছে নানা ঐতিহ্য ও দর্শনীয় স্থান। যা ভ্রমণ পিপাসুদের দৃষ্টি কাড়বে। শেরপুর রয়েছে এক সমৃদ্ধ অতীত।কালের যাত্রায় ঐতিহ্যবাহী শেরপুর জেলা সমৃদ্ধ হয়েছে পর্যটন শিল্পে। এই অ্যাপে শেরপুর জেলার গজনী অবকাশ কেন্দ্র, রাজার পাহাড় ও বাবেলাকোনা , পানিহাটা-তারানি পাহাড় ইত্যাদি দর্শনীয় স্থান গুলু সম্পর্কে বর্ণনা করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *